ওয়েব ডেভেলপারদের জন্য কোড এডিটর অত্যন্ত প্রয়োজনীয় একটি টুল। একটি ভাল এবং প্রয়োজনীয় ফিচারসমৃদ্ধ কোড এডিটর একজন কোডারের কাজ অনেক দ্রুত এবং কোয়ালিটি সম্পন্ন করে তোলে। আমি এই লেখায় বর্তমান সময়ে জনপ্রিয় ৫টি কোড এডিটর সম্পর্কে আলোচনা করব। আশা করি বিগিনার কোডারদের জন্য অনেক হেল্পফুল হবে পোস্টটি।
1. VISUAL STUDIO CODE
এই কোড এডিটরটি মাইক্রোসফট কোম্পানী ডেভেলপ করেছে। বর্তমান সময়ে কোডারদের মাঝে অত্যন্ত জনপ্রিয় এই এডিটরে প্রফেশনাল কোডারদের জন্য সকল ধরনের ফিচার রয়েছে। নিজের মতো করে কাস্টমাইজেশন করা, এক্সটেনশন ইনস্টলের মাধ্যমে প্রয়োজনীয় ফিচার যুক্ত করা, ডিবাগ কনসোল ও টার্মিনাল সহ রয়েছে প্রয়োজনীয় সকল সুবিধা। এই আইডিইটি অত্যন্ত ফাস্ট যা এর জনপ্রিয়তার অন্যতম কারণ। সম্পূর্ণ ফ্রি এই এডিটরটি ডাউনলোড করতে ক্লিক করুন। VS Code এডিটরে কিভাবে কাজ করবেন এ নিয়ে আমার বানানো টিউটোরিয়াল গুলো দেখে নিন।